জনাব জয়নাল আবেদীন
                                    
									
										প্রধান শিক্ষক
							    
                                    
                                        প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানিত শিক্ষকবৃন্দ,
চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয় গত পাঁচ দশক ধরে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহান দায়িত্ব পালন করে আসছে। আমাদের লক্ষ্য শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান দেওয়া নয়, বরং শিক্ষার্থীদেরকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা।
আমরা শিক্ষার্থীদেরকে নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে কাজ করছি। বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, আধুনিক সুযোগ-সুবিধা এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশের চেষ্টা করা হয়।
শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান - তোমরা শুধু পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নয়, বরং জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করো। অভিভাবকদের প্রতি অনুরোধ - আপনাদের সন্তানদের শিক্ষা ও চরিত্র গঠনে আমাদের সাথে একাত্ম হয়ে কাজ করুন।
আসুন, আমরা সবাই মিলে চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়কে আরও সমৃদ্ধশালী প্রতিষ্ঠানে পরিণত করি।